বিশ্বকর্মাকে ঘিরে রয়েছে কোন পৌরাণিক কাহিনি || বিশ্বকর্মা পূঁজায় কেন মেসিন পূঁজা করা হয়?

বিশ্বকর্মাকে ঘিরে কথিত রয়েছে কোন পৌরাণিক কাহিনি! জানুন বিশ্বকর্মা পূজার উপযোগিতা

আগামী ১৭ই সেপ্টেম্বর,২০২২ বাংলা ৩১শে ভাদ্র, ১৪২৯ রোজ শনিবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। এই দিন চলবে জোরকদমে বিধি মেনে পুজোর আয়োজন এবং সেই দিন বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে গোটা বাংলা। পুজো ঘিরে রয়েছে বেশ কিছু কথিত গল্প । একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত পৌরাণিক কাহিনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ প্রযন্ত দেখুন।


নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা সনাতন হিন্দুস চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগতম জানাই নতুন আরো একটি ভিডিওতে।আর একটি বিশেষ অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাস্কক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও।

আরো পড়ুনঃ
ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করেন || বিস্তারিত জানুন পৌরাণিক কাহিনি থেকে


কে বিশ্বকর্মা? শাস্ত্র অনুযায়ী, অনুযায়ী বিশ্বকর্মা হলের শিল্পকলার দেবতা বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাঁকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি ভগবান শ্রী কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ,দেবতাদের বিভিন্ন গমনা গমনের জন্য বিভিন্ন বাহন,দেবপুরীএবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল, কুবের এর অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুঃষষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপবেদ এর প্রকাশক। কথিত আছে, পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেন।

বিশ্বকর্মা পূজায় কেন মেশিন-পূজা করা হয়?

যেহেতু নির্মাণ শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দেবতা হিসাবে এই দেবতাকে আরাধনা করা হয়। আর সেই জন্যই মেশিন থেকে যন্ত্রাংশ, গাড়ি সমস্ত কিছুকেউ এদিন পূজা করা হয়।

স্বর্গের নির্মাতা
কথিত রয়েছে, সত্যযুগে স্বর্গ গড়েছিলেন বিশ্বকর্মা। এছাড়াও পুরীর জগন্নাথ , বলভদ্র, শুভদ্রার নির্মাণ করেন বিশ্বকর্মা। ত্রেতা যুগে তিনি ভগবান কৃষ্ণের সাম্রাজ্য দ্বারকা গড়ে তোলেন বলেও কথিত রয়েছে।

বিশ্বকর্মা পূজার উপকারীতা এই পূজা বিধি মেনে পালন করলে , তার থেকে ব্যবসায়িক দিক, নির্মাণ কাজ, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন দিকের লাভ হয়। তাই এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বন্ধুরা এই ছিলো আজকের ভিডিও। ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাস্কক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।

আরো পড়ুনঃ
বিশ্বকর্মাকে ঘিরে রয়েছে কোন পৌরাণিক কাহিনি || বিশ্বকর্মা পূঁজায় কেন মেসিন পূঁজা করা হয়?
Place Subscribe My Channel
Follow My Facebook Page
Admin Facebook id
Admin Instagram ID

Post a Comment

0 Comments