ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করেন || বিস্তারিত জানুন পৌরাণিক কাহিনি থেকে

হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র দেবাদি দেব শিব। মহাপুরাণ গুলিতে তার বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে। এছাড়া বেদে রয়েছে শিবের রুদ্ররূপ এর ব্যাখ্যা। প্রায় সমস্ত পৌরাণিক কাহিনিতে রয়েছে ভগবান শিবের বর্ণনা। কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সে প্রশ্নটি হয়তো প্রত্যেক মানুষকেই চিন্তায় ফেলে। ভগবান শিবকে সকলেই পুজো করেন কিন্তু ভগবান শিব কার পুজো করেন।

অর্থাৎ ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করে থাকেন সংসারে এমন কে রয়েছেন যার আরাধনা স্বয়ং ভগবান শিব করেন।

নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা সনাতন হিন্দুস চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগতম জানাই নতুন আরো একটি ভিডিওতে।আর একটি বিশেষ অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাস্কক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও।


বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কার ধ্যান করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারের ধ্বংস কর্তা। যার আদি বা অন্ত কোনটাই নেই কিন্তু বিভিন্ন ছবি এবং বিভিন্ন কাহিনীতে আমরা লক্ষ্য করি ভগবান শিব ধ্যান কোরছেন কিন্তু তিনি কার ধ্যান করেন? এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী। যেখানে মাতা পার্বতী মহাদেব কে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন কে তার অত্যন্ত প্রিয়। মহাদেব বলেছিলেন তিনি শ্রী রামের ধ্যান করেন, আশ্চর্যের বিষয় হলো তখনও কিন্তু শ্রী রামের জন্মই হয়নি। তাহলে মহাদেব কেন শ্রী রামের নাম নিয়েছিলেন?

আমরা সকলেই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শী ভবিষ্যতে কি হবে? তিনি জানেন সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রুপে জন্ম নেবেন শ্রী রাম। যে কথা ভগবান শিব অনেক আগেই জানতেন। আরো পড়ুনঃ
বিশ্বকর্মাকে ঘিরে রয়েছে কোন পৌরাণিক কাহিনি || বিশ্বকর্মা পূঁজায় কেন মেসিন পূঁজা করা হয়?


এরো একটি পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে দুবার ভিন্ন উত্তর কেন? একবার শ্রীরাম একবার শ্রীকৃষ্ণ একটু ভেবে দেখুন তো ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেননি। ভগবান রাম এবং ভগবান শ্রী কৃষ্ণ দুজনেই কিন্তু সমার্থক। যাদের মূল উৎস সৃষ্টির পালনকর্তা। এবার হয়তো বুঝলেন যে ভগবান শিব শ্রীরাম ও শ্রীকৃষ্ণের মাধ্যমে কার নাম ইঙ্গিত করেছেন? হ্যাঁ আপনি ঠিক বুজেছেন ভগবান বিষ্ণু ইঙ্গিত করেছেন। একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শেষ নাগের উপর শায়িত হয়ে ধ্যানে মগ্ন থাকেন। তিনিও ভগবান শিবের ধ্যান করেন এটা কোন সাধারণ বিষয় নয়। ভগবান শিব এবং ভগবান বিষ্ণু পরস্পরের সাথে যোগাযোগ রাখেন। এই ভাবেই তাদের ধ্যান মানে কিন্তু পুজো নয় এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু এবং শিব পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারের কর্তব্য গুলি বিধান অনুসারে নিয়মিত করে চলেছেন। ভগবান-শিব যোগের মাধ্যমে সংসারের সমস্ত শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন।

বন্ধরা আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিব কার ধ্যান করেন। ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাস্কক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।

Place Subscribe My Channel
Follow My Facebook Page
Admin Facebook id
Admin Instagram ID

Post a Comment

0 Comments