নমস্কার, কেমন আছেন ? সনাতন ধর্মের সকল ধর্মগ্রন্থ গো হত্যা সমর্থন করেনা। বেদ ও অন্যান্য বৈদিক শাস্ত্রে মানব জাতিকে গাভী ও বৃষ লালন পালন করতে উৎসাহ এবং কোন কারনেও যেন তাদের হত্যা না করা হয়, সে বিষয়ে বিশেষভাবে উপদেশ প্রদান করা হয়েছে। এমনকি কোনো পূজা-পার্বণে পশু বলি, সনাতন ধর্ম সমর্থণ করেনা। শাস্ত্রে বলা আছে মনের পশুত্বকে বলি দেবার কথা অবুঝ কোনো প্রাণীকে নয়।
বেদ বা শাস্ত্র স্বয়ং ভগবানের বাণী। তাই বেদ বা শাস্ত্র হচ্ছে সম্পূর্ন নির্ভূল। বেদে গাভী ও বৃষকে পবিত্র পশু বলা হয়েছে।বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন,গরুর গোবরে কীটনাশক গুণ রয়েছে। এমনকি আধুনিক বিশ্ব জৈব সার হিসেবে গোবর।
বেদের বাণী-
১.গাভী ও বৃষদের রক্ষা করতে হবে।এদের হত্যা নিষিদ্ধ। – যজুর্বেদ ১৩.৪৯
২.গোহত্যা করা যাবেনা।
-ঋগবেদ ৮.১০১.১৫
কলিযুগের অবতার
শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন-
“প্রভু কহে, বেদে কহে গোবধ নিষেধ।
অতএব হিন্দুমাত্র না করে গোবধ।।
গো অঙ্গে যত লোম তত সহস্র বৎসর।
গোবধী রৌরব মধ্যে পচে নিরন্তর।।”
অনুবাদঃ বেদে গোবধ নিষিদ্ধ। তাই হিন্দুরা গোবধ করে না।যে গো বা গাভী হত্যা করবে,তার দেহে যত লোম রয়েছে তত বছর তাকে রৌরব নরকে পচে মরতে হবে।
শ্রীচৈতন্যচরিতামৃতঃআদি ১৭.১৫৯,১৬৬<
ব্যাখ্যা ১ঃ– গরু বা গোরু ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলার খেলার সাথী ছিলেন। ছোট বেলা থেকেই ভগবান কৃষ্ণের প্রিয় পশু ছিলো গরু। গুরু ছাড়াও তিনি বনের নানা-পশু পাখির সাথে ছেলেবেলা পার করেছেন। তাছাড়া ভগবান শ্রী কৃষ্ণের প্রিয় খাবার ছিলো গরুর দুধের তৈরি ননী বা মাখন। তাই আমাদের গোহত্যা করা নিষেধ ।
ব্যাখ্যা ২ঃ- কোনো শিশু জন্মগ্রহণ করার পর মায়ের বুকের দুধই তার একমাত্র খাবার। আর মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই আদর্শ খাবার। কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মায়ের বুকে দুধ আসেনা বা খুবই অল্প থাকে যা শিশুর জন্য পর্যাপ্ত না। আবার কিছু কিছু মা সন্তান জন্ম দেবার সময় পরলোক গমন (মৃত্যুবরণ) করেন। তখন কোনো শিশুকে মায়ের বুকের দুধের বিকল্প হিসেবে গরুর দুধ পান করানো হয়। তাই গরুর দুধ অনেক শিশুর জীবন বাঁচায়। এমনকি গরুর দুধ মায়ের দুধের চাহিদা পূরণ করে তাই গোহত্যা নিষেধ।
প্রশ্নঃ শুধু গরু না অনেক প্রানীই দুধ দিয়ে থাকে।
উত্তরঃ হ্যাঁ , দুধ দেয় এরকম পশুর সংখ্যা আমাদের পৃথিবীতে অনেক রয়েছে। কিন্তু সকল দুধের পুষ্টি গুণ সমান না। মায়ের বুকের দুধের পুষ্টিগুণের পরেই রয়েছে গুরুর দুধের পুষ্টিগুণ।
Tags: সনাতন ধর্ম অনুযায়ী, গাভী ও বৃষ হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ, এ বিষয়ে জেনে নিন শাস্ত্র কি বলে, জেনে নিন হিন্দুরা কেন গো-মাংস ভক্ষণ করে না , হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা গরুর মাংস ভক্ষণ করে না, হিন্দু ধর্মের গোপন ও অজানা তথ্য, হিন্দুদের গরু খাওয়া অবৈধ কেনো ?
হিন্দুরা গো মাংস ভক্ষণ করে না কেন, বেদে গরুর মাংস ও গরু সম্পর্কে কি বলেছে ? হিন্দু ধর্মে কি গরু খাওয়া যায় না কেনো ? , ঋকবেদে গোমাংস ও গোহত্যা নিয়ে কি বলেছে ? হিন্দু ধর্ম গ্রন্থের নাম কি হিন্দু ধর্মে বেদে গোহত্যা নিয়ে কি বলেছে ?