সনাতন ধর্ম কথা-জেনে নিন প্রয়োজনিয় কিছু প্রনাম মন্ত্র

সনাতন ধর্ম কথা-জেনে নিন প্রয়োজনিয় কিছু প্রনাম মন্ত্র সনাতনকথা.কম নমস্কার প্রিয় সনাতনী প্রভু ও মাতাজিরা কেমন আছেন সবাই। আশা করছি ভগবানের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি ভগবানের কৃপায় ভালো এবং সুস্থ আমি। আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনিয় কিছু প্রনাম মন্ত্র যা আমাদের দৈনিক সন্ধাপুজাতে দরকার


১. গোবিন্দ প্রণাম মন্ত্র। ওম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায় চঃ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ॥

২. শ্রীগৌরাঙ্গ প্রণাম মন্ত্র। নমো মহাবাদান্যা কৃষ্ণপ্রেম-প্রদায় তে । কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য-নাম্নে গৌরত্বিষে নমঃ ॥

৩. প্রভু শিবের প্রনাম মন্ত্র। ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।।

৪. শ্রী কৃষ্ণ প্রনাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে ।। ১ ওঁ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ ।। ২

৫. শ্রী রাধারানী প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।

৬. শ্রীশ্রীসীতা-রাম-প্রনামমন্ত্র । রামায় রাম-ভদ্রায় রামচন্দ্রায় মেধষে । রঘুনাথায় নাথায় সীতায়ৈ পতয়ে নমঃ ॥

৭. দেবীদূর্গার প্রণাম মন্ত্র। যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম:

৮. সরস্বতীর প্রণাম মন্ত্র। ওঁ জয় জয় দেবী চরাচরসারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণাপুস্তক রঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে । সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে । বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্ত্ত তে ॥

৯. শ্রী শ্রী মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ। পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।। গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্। রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

১০. লক্ষ্মী দেবীর প্রনাম মন্ত্র। ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমঽস্তু তে।।

১১. মা কালীর প্রনাম মন্ত্র। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দূর্গা শিবা সমাধ্যার্তী সাহা সুধা নমস্তুতে

১২. দেহ শুচীর মন্ত্র। ওঁ অপবিত্র পবিত্রোবা সর্বাবস্থান গতহ্বপিবা। যৎ সরেত পুন্ডরিকাক্ষং স বাহ্য অভ্যান্তরে শুচি।। ১ পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্ । ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি।। ২

১৩. গুরু প্রণাম মন্ত্র। অখন্ড মন্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরম। তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ।। ১ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ।। ২ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু রেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ ।। ৩

১৪. শ্রী পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম্ । ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম্ ।। ১

১৫. তুলসী প্রণাম মন্ত্র বৃন্দায়ৈ তুলসী দৈব্যে প্রিয়ায়ৈ কেশবস্য চ । কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈঃ নমঃ নমঃ ।। ১

১৬. সূর্য প্রণাম মন্ত্র। ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং। ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।। ১

১৭. বিশ্বকর্মা প্রনাম মন্ত্র। দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধক। বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ॥

১৮. শনিদেবের প্রণাম মন্ত্র। ওঁ নীলাঞ্জন দলশ্যামো ভিন্নাঞ্জন সমদ্যুতিঃ । শনৈশ্চরগ্রহঃ পুংসাং সদা শান্তিং প্রযচ্ছতু । নীলাঞ্জন চয়প্রখ্যং রবিসূনুং মহাগ্রহম্ । ছায়ায়া গর্ভসম্ভুতম্ বন্দে ভক্ত্যা শনৈশ্চরম্ ॥

১৯. শ্রীবলরাম-প্রণামমন্ত্র নমস্তে তু হলগ্রাম ! নমস্তে মুষলায়ুধ ! নমস্তে রেবতীকান্ত ! নমস্তে ভক্ত-বৎসল ! নমস্তে বলিনাং শ্রেষ্ঠ ! নমস্তে ধরণীধর ! প্রলম্বারে ! নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণ-পূর্বজ ॥

২০. শ্রীশ্রীগৌর-নিত্যানন্দ-প্রণামমন্ত্র বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য-নিত্যানন্দৌ সহোদিতৌ । গৌড়োদয়ে পুস্পবন্তৌ চিত্রৌ শন্দৌ তমোনুদৌ ॥ আজানুলম্বিত-ভুজৌ কনকাবদাতৌ সঙ্কীর্ত্তনৈক-পিতরৌ কমলায়তাক্ষৌ । বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম-পালৌ বন্দে জগৎ-প্রিয়করৌ করুণাবতারৌ ॥

২১. পিতা প্রনাম মন্ত্র। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।

২২. মাতা প্রনাম মন্ত্র। মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী। দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দ্দোশা সর্ব দুঃখ হারা।।

২৩. গায়ত্রী মন্ত্র:  ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ ওঁ।। 

২৪. সূর্য প্রণাম মন্ত্র: ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।  ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহষ্মি দিবাকরম্॥

২৫. শ্রীতুলসী-প্রণামমন্ত্র: বৃন্দায়ৈ তুলসী-দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ৷ বিষ্ণুভক্তি-প্রদেদেবি! সত্যবত্যৈ নমো নমঃ৷৷

২৬. শ্রীতুলসী-জলদান মন্ত্র: গোবিন্দ-বল্লভাং দেবীং ভক্ত-চৈতন্য-কারিণীম৷ স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তি- প্রদায়িনীম৷৷

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post