মহাভারতের যুদ্ধে অভিমন্যুকে কেন বাঁচালেন না শ্রী কৃষ্ণ || ভগবান শ্রী কৃষ্ণ এমন কেন করলেন?

বন্ধুরা মহাভারতের যুদ্ধে সবথেকে বেদনাদায়ক দৃশ্য অভিমন্যুর মৃত্যুর ছিল। যখন সকল যোদ্ধারা অভিমুন্য হারাতে অসক্ষম হন তখন বড় বড় যোদ্ধারা নিজের যুদ্ধনীতি খেলাপ করে সবাই একসাথে অভিমুন্য উপর আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে ফেলেন।

কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এইসব কথা প্রথম থেকে জানা ছিল। তিনি জানতেন যুদ্ধের ১৩তম দিনে অভিমুন্য বীরগতি প্রাপ্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণ চাইলে তাকে বাঁচাতে পারতেন কিন্তু তিনি এমনটি করেনি। বন্ধুরা প্রশ্নত এটা যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জেনেও অভিমুন্য কেন বাঁচালেন না। আজ এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।

নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা সনাতন হিন্দুস চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই. আর বিশেষ ভাবে একটি অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন আহলে এখুনি আমাদের চ্যানেল সাস্কক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও।

বন্ধুরা যখন অধর্ম বেড়ে যায় তখন দেবতারা আর শ্রী হরি নারায়ন এই অধর্মের নাশ করার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়ে থাকেন।মহাভারতের সময়ে যখন অধর্ম বেড়ে গিয়েছিলো তখন ভগবান শ্রী কৃষ্ণ মানুষের রুপে জন্ম নেন সেই অধর্ম কে বিনাশ করার জন্য। দ্বাপর যুগে তখন সব দেব দেবির সন্তানদের এ পৃথিবীতে জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করার কথা বলা হয়। তখন চন্দ্রমা ছাড়া সব দেবী দেবতারাই তাদের সন্তানদের এই পৃথিবীতে জন্ম নেবার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু চন্দ্রনাথ তারপুত্র মোহের কারণে নিজের পুত্রকে পৃথিবীকে পাঠাতে চাই ছিলেন না। ধর্ম স্থাপন করার জন্য সব দেব দেবতারাই চন্দ্রনাথকে রাজি করালেন কিন্তু চন্দ্রনাথ একটা শর্ত রাখেন তার পুত্র পৃথিবীতে অধিক বর্ষ পর্যন্ত থাকতে পারবেনা। অর্জুনের পুত্র হয়ে জন্ম নিয়ে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে একা নিজে যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হবে সব দেবতাদের চন্দ্রনাথের শর্ত মানতে হলো।

বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জেনেও অভিমুন্যকে না বাঁচানোর এটাই কারণ ছিল। এছাড়া দ্বিতীয় কারণ ছিল অর্জুন নিজের সামনে নিজের আত্মীয় স্বজনদে দেখে অর্জুন তার পুরো শক্তি দিয়ে লড়াই করেছিলেন না। পান্ডবের নিজের কাছে দুর্বল দেখে ভগবান শ্রীকৃষ্ণ অভিমুন্য কে না বাচিয়ে পান্ডবদের মনে আগুন জানিয়ে দেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ জানতেন কৌরব অভিমুন্য বধ করে যুদ্ধনীতি ফিলাপ করবে। এরপর এই ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের ছলনা করে বধ করেছিলেন যা ধর্মের জয় করার জন্য খুবই প্রয়োজন ছিল।

তো বন্ধুরা আজ এত টুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে একবার লিখে দিন জয় শ্রীকৃষ্ণ.

Place Subscribe My Channel
Follow My Facebook Page
Admin Facebook id
Admin Instagram ID

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post