Saraswati Puja 2023: বাড়িতে সরস্বতী পুজো করছেন? ফর্দ মিলিয়ে দেখে নিন সব জিনিসগুলি কিনেছেন কি না?
সরস্বতী পুজোর আগে দেখে নিন সব উপকরণ কেনা হয়েছে কি না।
আজ বাদ কাল সরস্বতী পুজো। অনেকেই বাড়িতে বাগদেবীর পুজো করেন। কিন্তু তার আগে সব সময় মাথায় থাকে না, কোন কোন জিনিস লাগবে। পুজো করতে বসে, খেয়াল হয়। তখন সেই সব উপকরণ আনতে গিয়ে পুজোর কাজে অনেক দেরি হয়ে যায়।
সরস্বতী পুজোয় রয়েছে যোগ, কোন সময়ে দেবীর পুজো করলে ইচ্ছে পূরণ হবে?-সরস্বতী পুজোয় বিশেষ যোগ
সরস্বতী পুজোয় কী কী লাগবে? আজই দেখে নিন তালিকা।
পুজোর জন্য লাগবে:
দেবী সরস্বতীর মূর্তি বা ফটো
সাদা কাপড়
পলাশ ফুল
আম্রপত্র
বেলপাতা
কাঁচা হলুদ
সিঁদুর
চাল
ধান
দুব্বোঘাস
ফল পাঁচ ধরনের (কলা এবং নারকেল থাকতেই হবে)
কলস
সুপুরি
পানপাতা
ধূপকাঠি
প্রদীপ
দুধ
খাগের কলম
দোয়াত
উপরে লেখা উপকরণগুলি জোগাড় করে নিতে হবে। এর পরেও দশকর্মার দোকান থেকে কিনতে হবে কয়েকটি উপাদান।
সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? জানুন এর আসল কারণ
পুজোর সেই বিশেষ উপকরণগুলি কী কী:
সিদ্ধি, সিঁদুর, পুরোহিতবরণ ১টি করে
দিল, হরিতকি, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১টি করে
ঘট ১টি
ঘটা ঢাকা দেওয়ার গামছা ১টি
নৈবেদ্য ২টি
কুচা নৈবেদ্য ১টি
সরস্বতীর শাটী বা শাড়ি ১টি
লক্ষীর শাটী বা শাড়ি ১টি
চন্দ্রমালা ১টি
বিল্বপত্রমাল্য ১টি
থালা, ঘটি , শঙ্খ ১টি করে
লৌহ, নথ ১টি করে
রচনা, আমের মুকুল, যবের শীষ, কুল ১টি করে
আবির
অভ্র
মস্যাধার (দোয়াত) ও লেখনী ১টি করে
ভোগের দ্রব্যাদি
পান, কর্পূর, পূর্ণপাত্র ১টি করে
এছাড়াও মনে রাখতে হবে:
বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই, খাতা, কলম, পেনসিল, গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হবে পুজোর সময়ে। যদি পুরোহিত পুজো করেন, তাঁর দক্ষিণাও রাখুন।