জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস শ্রীকৃষ্ণের কৃপায় হবে গৃহের মঙ্গল।



জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস শ্রীকৃষ্ণের কৃপায় হবে গৃহের মঙ্গল। আর্থিক দুরবস্থা কেটে আসবে সুসময়।

হরেকৃষ্ণ নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন? আপনাকে স্বাগতম জানাই সনাতন হিন্দুন চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি আজকে যে বিষয়টি নিয়ে বলব এ বিষয়টি সকলের জানা উচিত। জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস শ্রীকৃষ্ণের কৃপায় হবে গৃহের মঙ্গল। আর্থিক দুরবস্থা কেটে আসবে সুসময়

যারা লাইফের নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যাতে আমার প্রকাশীত ভিডিও গুলো আপনার কাছে পৌছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাকঃ

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় ধর্মীয় ধারণা অনুযায়ী রোহিণী নক্ষত্র তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এ কারণে একে কৃষ্ণ জন্মাষ্টমী বলা হয়ে থাকে। চলতি বছর বৃহস্পতিবার ১৮ ই অগস্ট জন্মাষ্টমী পালিত হবে।

জন্মষ্টমীর দিন কৃষ্ণের বাল্য রুপের পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ এবং পরিবারের সুখ সমৃদ্ধি আগমনের জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত পাঁচটি জিনিস কিনে আনা উচিত।

জন্মাষ্টমীর দিনে কোন কোন জিনিস বাড়িতে আনবেন তা জেনে নিন।

নাম্বার একঃ ময়ূরপঙ্খী। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণ নিজের মাথায় সবসময় ময়ূরপঙ্খী ধারণ করেন। বাস্তু অনুযায়ী ময়ূরপঙ্খী ইতিবাচক শক্তি কে নিজের প্রতি আকৃষ্ট করে এর প্রভাবে বাস্তুদোষ দূর হয় মনে করা হয় যে জন্মাষ্টমীর দিনে বাড়িতে ময়ূরপঙ্খী গৃহ কলহ ও কালসর্প দোষ থেকে মুক্তি লাভ করা যায়

নাম্বার দুইঃ মাখন শ্রীকৃষ্ণের অপর নাম মাখন চোর। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ নিবেদন করুন এর ফলে কৃষ্ণ প্রসন্ন হবে।

নাম্বার তিনঃ বৈজন্তী মালা শ্রীকৃষ্ণ বৈজয়ন্তীমালা ধারণ করেছেন প্রচলিত ধারণা অনুযায়ী জন্মাষ্টমীর দিন বৈজয়ন্তীমালা বাড়িতে আনলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় বিশ্বাস অনুযায়ী বৈজয়ন্তীমালা লক্ষীর বাষ।

আরো পড়ুনঃ
বিশ্বকর্মাকে ঘিরে রয়েছে কোন পৌরাণিক কাহিনি || বিশ্বকর্মা পূঁজায় কেন মেসিন পূঁজা করা হয়?
নাম্বার চারঃ শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসের মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণ বাশি ভালোবাসতেন তাই তার নাম বংশীধর। জন্মাষ্টমীর দিনে তার প্রিয় বাঁশি কিনে আনতে ভুলবেনা। শ্রীকৃষ্ণের পুজোর সময় এটি ওপেন করবেন। এরপর টাকা পয়সা রাখার স্থানে এটি দেখে দেবেন এর ফলে বাড়িতে উন্নতির আগমন ঘটবে

নাম্বার পাচঃ গরু-বাছুর শ্রীকৃষ্ণের গরু-বাছুর অত্যন্ত প্রিয়। জ্যোতিষ অনুযায়ী গরুর মধ্যে বৃহস্পতি বাষ জন্মাষ্টমীর দিনে গরু বাছুরের ছোট একটি প্রতিমা কিনে আনা শুভ।

এছাড়াও জন্মাষ্টমীর পুজোর জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী রয়েছে যা আনতে ভুলবেনা। জন্মাষ্টমী পূজোর সামগ্রী ধূপকাঠি , কর্পূর , জাফরান , চন্দন , ৫ টি যজ্ঞোপবীত , কুমকুম অক্ষত , আবীর , অভ্রক , হলুদ , অলঙ্কার , কুলো , সিঁদুর সুরুরি , পান পাতা , পুষ্পমালা , পদ্মবীজ , তুলসীমালা গোটা ধনে , সপ্তমৃত্তিকা , সপ্তধান , কুশ ও দূর্বা পাঁচমেওয়া , গঙ্গাজল মধু , চিনি , তুলসীদল , শুদ্ধ ঘি লবঙ্গ , মৌলী , দুধ , দই , পোশাক , পঞ্চরত্ন , নারকেল ইত্যাদি ।

বন্ধুরা আমি আর বেশি কিছু বললাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।আর আপনি যতি ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট এ বলে দিন জয় শ্রীকৃষ্ণ।

Place Subscribe My Channel
Follow My Facebook Page
Admin Facebook id
Admin Instagram ID

Post a Comment

0 Comments