ঠাকুর ঘরে এই পাঁচটি ভুল আপনী করছেন নাতো || আপনার আর্থিক অবনতির জন্য কি এই পাঁচটি ভুল দায়ী || কি বলছে বাস্তুশাস্ত্র ?

ঠাকুর ঘরে এই পাঁচটি ভুল আপনী করছেন নাতো || আপনার আর্থিক অবনতির জন্য কি এই পাঁচটি ভুল দায়ী || কি বলছে বাস্তুশাস্ত্র ?

ঠাকুর ঘরে এই পাঁচটি ভুল আপনার জীবনে ডেকে আনতে পারে খারাপ সময় ও আর্থিক সমস্যা। ঠাকুর ঘরে কোন পাঁচটি ভুল করা কখনোই উচিত নায়? কি বলছে বাস্তুশাস্ত্র? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন।

নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা সনাতন হিন্দুস চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগতম জানাই নতুন আরো একটি ভিডিওতে।আর একটি বিশেষ অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাস্কক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও।

বন্ধুরা সনাতন ধর্মের বৃদ্ধা মহিলারা প্রতিদিন নিয়ম করে ঠাকুর পুজো করেন। কিন্তু ঠাকুর ঘরে এমন কিছু ভুল আমরা নিজের অজান্তেই করে ফেলে যা আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে।

অনেক সময় হয়তো আপনার জীবনে অনেক খারাপ সময় আসে এবং আপনি বুঝে উঠতে পারেন না যে ঠিক কি কারণ এই খারাপ সময় আসে? অনেক সময় এই ছোট ছোট ভুল দায়ী হয় সমস্যার জন্য। এই পাঁচটি ভুল আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে কছেন না তো? এই ভিডিও তে জেনে নিন এই পাঁচটি ভুল কি কি?

নাম্বার একঃ ঠাকুর ঘরের দিক নির্ধারনঃ ঠাকুর ঘর সঠিক দিকে তৈরি করা ভীষণ দরকার। আপনার ঠাকুর ঘরে যেখানে সিংহাসনটি রেখেছেন এটি সর্বদা পূর্ববা উত্তর দিকে করা উচিত।

নাম্বার দুইঃ ঠাকুর ঘরে একি ঠাকুরের একাধিক ছবি বা মূর্তি। ঠাকুর ঘরে একি ঠাকুরের একাধিক ছবি রাখা খুবই অমঙ্গল হয়।ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবির সঙ্গে কখনোই ভগবানের ছবি রাখবেন না এতে সংসারের অমঙ্গল বারে।

নাম্বার তিনঃ ঠাকুর ঘরের সামনে বা পাশে কোনোভাবেই বাথরুম সৌচাগার রাখবেন না ঠাকুর ঘরের সামনে বা পাশে কোনোভাবেই বাথরুম সৌচাগার রাখা উচিত নয়। এতে ঠাকুর খুবেই অসন্তোষ্ট হন। ফলে সংসারে নেমে আসে খারাপ সময় ও আর্থিক সমস্যা।

আরো পড়ুনঃ
ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করেন || বিস্তারিত জানুন পৌরাণিক কাহিনি থেকে


নাম্বার চারঃ শোবার ঘরে কখনোই ঠাকুরের ছবি বা মূর্তি রাখবেন না। অনেকেই আমার না জেনেই শোয়ার ঘরে ঠাকুরের ছবি বা ঠাকুরের আসন পেতে থাকি, যা করা একেবারেই উচিত নয়। কারণ শাস্ত্র মতে শোয়ার ঘরে এমন কিছু কাজ আমরা করে থাকি, যা একেবারেই পবিত্র নয়। তাই এমন জায়গায় দেব-দেবীর পুজো বা আরাধনা করা একেবারেই ঠিক কাজ নয়। আর যদি কেউ এমনটা করে থাকেন, তাহলে কিন্তু নানা ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। 

নাম্বার পাঁচঃ শনি ঠাকুর অথবা ভৈরব ভগবানের মূর্তি ঠাকুর ঘরে রাখবেন না। শনি ঠাকুর অথবা ভৈরব ভগবানের মূর্তি কখনোই ঠাকুর ঘরে রাখা উচিত নয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, শনিদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি যার দিকে দৃষ্টি দেবেন, তা অশুভ হবে, তাই শনির মূর্তি বা ছবি বাড়িতে রাখা হয় না যাতে লোকেরা তাঁর দৃষ্টি থেকে দূরে থাকেন। শুধু তাই নয়, শনিদেবের পুজো করার সময়ও কখনও সরাসরি তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে তাঁকে দেখা উচিত নয়। বরং মূর্তির ডান বা বাম পাশে দাঁড়িয়ে শনিদেবের দর্শন করা উচিত।

বন্ধরা এই ছিলো আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাস্কক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাবার জন্য। আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।

Place Subscribe My Channel
Follow My Facebook Page
Admin Facebook id
Admin Instagram ID

Post a Comment

0 Comments